বাবা কা ধাবা, দিল্লির মালব্য নগরে স্বামী-স্ত্রীয়ের ছোট্ট দোকান; লকডাউনের সময়ে খদ্দেরের অভাবে তাদের ব্যবসা লাটে ওঠে। অবশেষে ইউটিউবার গৌরব ওয়াসান কান্তা প্রসাদ এবং তাঁর স্ত্রীকে নিয়ে এসেছিলেন লাইমলাইটে, আর তারপরই পাল্টে যায় তাদের জীবন। ইউটিউবার গৌরব ওয়াসনের প্রচেষ্টায় রাতারাতি ভাইরাল হয়ে যান তিনি। মিনিট কয়েকের এই ভিডিওই চিরতরে পালটে দিল সেই ‘বাবা কা ধাবা’র (Baba Ka Dhaba) বৃদ্ধ দম্পতির জীবন। ভাগ্য যে কখন কার উপর তাঁর কৃপা দৃষ্টি রাখেন, তা সত্যিই বলা কঠিন। কষ্ট করে ধাবা চালানোর সেই ভিডিও ভাইরাল হওয়ার মাস দুয়েকের মধ্যেই দিল্লিতে ঝাঁ চকচকে রেস্তরাঁ খুলে ফেললেন বৃদ্ধ কান্তা প্রসাদ। গত ৩০ বছর ধরে সামান্য টাকার বিনিময়ে খাবার বিক্রি করে নিজের ও বৃদ্ধা স্ত্রীর পেট চালাতেন বছর আশির কান্তা প্রসাদ। মেনুতে থাকত- মটর পনীর, ডাল, পুরি, তবে খদ্দেরের অভাবে প্রতিদিনই নষ্ট হত খাবার; পুঁজি ক্রমে শেষ হওয়ার ফলে একসময় সমস্ত আশা ছেড়ে দিয়েছিলেন কান্তা প্রসাদ।